সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কচুয়া থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

কচুয়া থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

চাঁদপুরের কচুয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) কচুয়া থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ রকিব উদ্দিন (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাইদ জিকু।

এসময় পুলিশ সুপার বলেন, মাদক ও কিশোর গ্যাং, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তাহলে সমাজ থেকে সকল প্রকার অপরাধ দমন করতে সক্ষম হবো।

কচুয়া থানার ওসি এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডের শুরুতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন রাজনৈতিক নেতারা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

তারা অভিযোগ করে বলেন, মাদক ও কিশোর গ্যাং, ইভটিজিং বিস্তারের ফলে পারিবারিক ও সামাজিকভাবে অপরাধের মাত্রা এবং চুরিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে।

কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন রাজীবের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, কচুয়া পৌরসভার সাবেক মেয়র, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির প্রধান, সদস্য সচিব এম মঞ্জুর আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব (ভেন্ডার), কচুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

টিএইচ